নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসকে দুষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, কৌশলগত প্রয়োজন সত্ত্বেও উত্তরাখণ্ডের উন্নয়নে বাধা দিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর বিশ্বাস, এবারের ভোটে কংগ্রেস-সহ বিরোধীদের ভোট দেবেন না উত্তরাখণ্ডের জনগণ। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তরাখণ্ডের দেহরাদূন ও হরিদ্বারের ভোটারদের সঙ্গে বিজয় সঙ্কল্প সভার মাধ্যমে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে হরিদ্বারের মানুষের মধ্যে যে উৎসাহ রয়েছে, বিজেপির প্রতি যে ভরসা রয়েছে, তাতে এটা পরিষ্কার উত্তরাখণ্ডে বিজেপি ফের আশীর্বাদ পেতে চলছে।” উত্তরাখণ্ডের জনগণ বিরোধীদের একটাও ভোট দেবেন না এমনটাই বিশ্বাস প্রধানমন্ত্রীর, তিনি বলেছেন, “দেবভূমির দেবতুল্য জনগণ সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের আর সুযোগ দেওয়া যাবে না। এই পুণ্যময় রাজ্যে তাঁদের আর দুর্নীতির পাপ করতে দেবেন না।”
প্রধানমন্ত্রীর কথায়, “উত্তরাখণ্ড আমাদের সকলের জন্য দেবভূমি। কিন্তু, কিছু মানুষ উত্তরাখণ্ডকে নিজেদের তিজোরি মনে করেন। এই মানুষগুলি ভগবানের দেওয়া প্রাকৃতিক সম্পদ লুট করে নিজেদের পকেট ভরতে চায়। এটাই তাঁদের মানসিকতা।” জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “যারা উত্তরাখণ্ডকে রাজ্য হিসেবেই দেখতে চায়নি, তাঁরা কী উত্তরাখণ্ডের উন্নয়ন দেখতে চাইবেন? যারা উত্তরাখণ্ডের স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল যাতে নিজেদের উত্তরাধিকার অব্যাহত থাকে, তাঁরা কী এখন আপনাদের সম্পদ লুট করা বন্ধ করবে? সেই সমস্ত মানুষ কখনও উন্নয়ন করবে না।” মোদীর সংযোজন, বিজেপি সরকার অগ্রাধিকার ভিত্তিতে সীমান্ত গ্রামগুলির উন্নয়ন করছে। এই বাজেটেও ভাইব্রেন্ট ভিলেজ নামে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সীমান্তবর্তী গ্রামগুলিতে সম্পদ ও সুযোগ-সুবিধা বাড়ানো হবে, যাতে সেখানে পর্যটনও বাড়ে।”