নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : হৈ-হট্টগোলের কারণে রাজ্যসভা আগামী সোমবার ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হল। শুক্রবার কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) সদস্যরা অন্যান্য বিরোধী দলের নেতারা তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির নিট ছাড় বিল ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন এবং অবিলম্বে প্রত্যাহার করার দাবি করেন।
ডিএমকে সদস্যরা বলেন, তামিলনাড়ু বিধানসভা সর্বসম্মতিক্রমে নিট ছাড় বিল পাস করেছিল এবং রাজ্যপালের পদক্ষেপ রাজ্যের জনগণের ইচ্ছার বিরুদ্ধে ছিল। সংসদের জিরো আওয়ারে বিষয়টি উত্থাপিত হয়।এদিকে, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খারগে তাদের ইস্যু তুলে ধরার অনুমতি দেওয়ার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেন। চেয়ারম্যান তাদের এই বিষয়ে কথা বলতে না দেওয়ায় খড়গে ওয়াক আউট করার ঘোষণা দেন।কংগ্রেস, ডিএমকে এবং টিএমসি সদস্যরা বিরোধী দলগুলির অন্যদের সঙ্গেও তখন ওয়াক আউট করেন।প্রসঙ্গত, বাজেট অধিবেশনের প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ১৪ মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।