Saturday, February 15, 2025
বাড়িজাতীয়দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকার প্রথম ডোজ ১০০ শতাংশ সম্পন্ন...

দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকার প্রথম ডোজ ১০০ শতাংশ সম্পন্ন : স্বাস্থ্য মন্ত্রক



নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই কোভিড-টিকার প্রথম ডোজ ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, ৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল টিকার প্রথম ডোজ প্রদানের ক্ষেত্রে ৯৬-৯৯ শতাংশের মধ্যে রয়েছে।

ভারতে বিগত তিন দিন ধরে করোনা-আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, তবে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোভিড-সংক্রমণ ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে কেরল ও মিজোরামে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছেন, দেশের মোট ৩৪টি রাজ্যে এই মুহূর্তে সংক্রমণ ও পজিটিভিটি রেট নিম্নমুখী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য