নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই কোভিড-টিকার প্রথম ডোজ ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, ৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল টিকার প্রথম ডোজ প্রদানের ক্ষেত্রে ৯৬-৯৯ শতাংশের মধ্যে রয়েছে।
ভারতে বিগত তিন দিন ধরে করোনা-আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, তবে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোভিড-সংক্রমণ ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে কেরল ও মিজোরামে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছেন, দেশের মোট ৩৪টি রাজ্যে এই মুহূর্তে সংক্রমণ ও পজিটিভিটি রেট নিম্নমুখী।