Friday, February 14, 2025
বাড়িজাতীয়বিজেপি আমাদের ভারতকে দু'টি নতুন দেশে পরিণত করছে : রাহুল গান্ধী

বিজেপি আমাদের ভারতকে দু’টি নতুন দেশে পরিণত করছে : রাহুল গান্ধী


রায়পুর, ৩ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের রায়পুর থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রায়পুরের একটি অনুষ্ঠান থেকে রাহুল বলেছেন, বিজেপি আমাদের দেশকে দু’টি নতুন দেশে পরিণত করছে। একটি-ধনকুবেরদের, ১০০-৫০০ জন এবং দ্বিতীয়টি কোটি কোটি দরিদ্রদের।  রাহুলের সংযোজন, তাঁরা (বিজেপি) মনে করে ভারতের দরিদ্ররা ভয় পায়, কিন্তু তাঁরা কাউকে ভয় পায় না। উন্নয়ন কোনও দলের উপহার নয়, দরিদ্র কৃষকদের প্রচেষ্টা।” এদিন রায়পুরে অমর জওয়ান জ্যোতির শিলান্যাস করেছেন রাহুল গান্ধী। এছাড়াও কংগ্রেসের বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন তিনি।

রাহুল এদিন বিজেপিকে নিশানা করে আরও বলেছেন, “হিন্দুস্তান হল একটি ফুলের তোড়া, যার বিভিন্ন মতাদর্শ, সংস্কৃতি, ভাষা রয়েছে। কিন্তু তাঁরা একটি একক মতাদর্শের উপর শাসন করতে চায়। কিন্তু আমি গতকাল সংসদে বলেছি যে আমরা এটা হতে দেব না। আমরা বিজেপিকে সত্যিকারের হিন্দুস্তান দেখাব।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য