Sunday, September 8, 2024
বাড়িজাতীয়করোনার নতুন উপরূপ জেএন.১-এ আক্রান্ত কেরলের বৃদ্ধা, উদ্বেগ বাড়াচ্ছে নয়া প্রজাতি

করোনার নতুন উপরূপ জেএন.১-এ আক্রান্ত কেরলের বৃদ্ধা, উদ্বেগ বাড়াচ্ছে নয়া প্রজাতি

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): কোভিড-১৯-এর নতুন একটি উপরূপের খোঁজ মিলেছে চিনে। যার নাম জেএন.১। চিনে ইতিমধ্যে অন্তত সাত জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই উপরূপ পাওয়া গিয়েছে। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। এবার ভারতেও এই উপরূপের সন্ধান মিলল। কেরলের এক বৃদ্ধার শরীরে করোনার এই নতুন প্রজাতির হদিশ মিলেছে।

৭৯ বছর বয়সী ওই বৃদ্ধার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। চিনে অবশ্য জেএন.১ এই প্রথম নয়। করোনার এই উপরূপটি প্রথম পাওয়া গিয়েছিল আমেরিকায়। গত সেপ্টেম্বরে তার খোঁজ মেলে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় যে ক’জন কোভিড রোগী এই মুহূর্তে আছেন, তাঁদের ১৫-২৯ শতাংশের দেহে রয়েছে জেএন.১ উপরূপ। ভারতেও এবার এই প্রজাতির সন্ধান মিলল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য