নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): করদাতাদের জন্য দারুণ সুখবর। বাজেট ঘোষণায় আয়কর রিটার্ন নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । এবার থেকে আয়কর জমা দেওয়ার পরও ভুল সংশোধনের জন্য ২ বছর সময় মিলবে বলে জানান সীতারমণ । পরিবর্তন আসছে আয়কর জমা দেওয়ার নিয়মে।
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট বক্তৃতায় বলেন, এখন থেকে জমা দেওয়ার ২ বছর পরেও আয়কর বদল করা যাবে। আয়কর জমা দেওয়ার সময় কোনও ভুল থাকলে তা ঠিক করে ২ বছরের মধ্যে জমা দেওয়ার সুযোগ পাবেন করদাতারা। ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করা যাবে। এরফলে করদাতাদের রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে। এর ফলে করদাতাদের রিটার্ন ফাইল করার প্রক্রিয়া সরল হবে। মামলার ঝঞ্জাট কমবে।’
এদিকে ক্রিপ্টো কারেন্সিকে এক প্রকার বৈধতা দিয়ে অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, এবার থেকে ক্রিপ্টো কারেন্সি থেকে আয় হলে তার উপর ৩০ শকাংশ কর ধার্য করা হবে। নির্মলা বলেন, ‘ভার্চুয়াল উপহার সম্পত্তি থেকে কোনও আয় করলে তাতে প্রাপকদের কর ধার্য করা হবে। ৩০ শতাংশ ধর দিতে হবে। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ কর গুনতে হবে।’
এদিকে এদিনের বাজেটে অর্থমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের উপর জোর দেন। পাশাপাশি ৬০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করে তিনি বলেন, ‘আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণের জন্য উৎপাদন সংক্রান্ত বিশেষ উৎসাহ বা ইনসেনটিভ প্রকল্পে দারুণ সাড়া মিলেছে। তার মাধ্যমে ৬০ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে আশা করা হচ্ছে। সঙ্গে বাড়তি ৩০ লাখ কোটি উত্পাদন হবে।’পাশাপাশি সীতারমন ঘোষণা করেন, মূলধনী খাতে ব্যয় বাড়ানো হচ্ছে ৩৫.৪ শতাংশ। অর্থমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান তৈরি করতে, উত্পাদন বৃদ্ধিতে, কৃষকদের উন্নত পরিকাঠামো প্রদানে, সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলধনী বিনিয়োগ। বেসরকারি বিনিয়োগের ধারা অবশ্যই জারি রাখতে হবে। ২০২২-২৩ সালে মূলধনী খাতে ব্যয় বাড়ানো হবে ৩৫.৪ শতাংশ। ২০২২-২৩ সালে তা বেড়ে হচ্ছে ৭.৫ লাখ কোটি টাকা। ২০২১-২২ সালে এটা ছিল ৫.৫৪ লাখ কোটি টাকা।’ –