লখনউ, ২৯ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বিধাসভা নির্বাচনে বড় অপরাধীদের টিকিট দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টি। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে এভাবেই কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার তিনি বলেন, সবচেয়ে বড় অপরাধীদের টিকিট দেওয়ার বিষয়ে সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টির (বিএসপি) মধ্যে প্রতিযোগিতা রয়েছে।
একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সবচেয়ে বড় অপরাধীদের টিকিট দেওয়ার জন্য এসপি এবং বিএসপির মধ্যে প্রতিযোগিতা চলছে। এই অপরাধীরা যদি এমএলএ হয়ে যায় তবে তারা বন্দুক তৈরি করবে এবং উন্নয়ন আনবে না।তিনি আরও বলেন, “সমাজবাদী পার্টি অপরাধীদের টিকিট দিচ্ছে। মোরাদাবাদ থেকে তাদের প্রার্থীদের দেখুন। তাদের একজন বলেছিলেন, আফগানিস্তানে তালেবানদের দেখে ভালো লাগছে। তালেবানরা মানবতার বিরুদ্ধে। তারা নির্লজ্জভাবে একে সমর্থন করছে এবং টিকিট দিচ্ছে। “
“সমাজবাদী পার্টি সরকারে যদি কোনো উন্নয়ন হয়, তবে তা শুধু কবরস্থানের সীমানা। মুজাফফরনগর দাঙ্গায় ৬০ জনেরও বেশি হিন্দুকে হত্যা করা হয়েছিল এবং ১৫০০-র বেশি হিন্দুকে কারাগারে পাঠানো হয়েছিল। এটাই সমাজবাদী পার্টির পরিচয়।প্রসঙ্গত, উত্তরপ্রদেশে, প্রথম দফার ভোট হবে ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফার ভোট ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফার ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ এবং সপ্তম পর্ব ৭ মার্চ।