Monday, February 10, 2025
বাড়িজাতীয়এটাহ থেকে সপা-কে কটাক্ষ নাড্ডার, বললেন অনেকে কৃষক নেতা হওয়ার চেষ্টা করেছেন

এটাহ থেকে সপা-কে কটাক্ষ নাড্ডার, বললেন অনেকে কৃষক নেতা হওয়ার চেষ্টা করেছেন


এটাহ, ২৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের এটাহ থেকে সমাজবাদী পার্টিকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আক্রমণ করেছেন উত্তর প্রদেশের পূর্বতন সরকারগুলিকেও। নাড্ডার কথায়, উত্তর প্রদেশের পূর্বতন সরকারগুলি শিলান্যাস করার পর সেই প্রকল্প সম্পর্কে ভুলেই যেত।

 শনিবার উত্তর প্রদেশের এটাহ-তে ভোটার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “বিজেপিই একমাত্র রাজনৈতিক দল, যা বিচারাধারার ভিত্তিতে চলে। অন্যান্য সমস্ত রাজনৈতিক দল পরিবারতন্ত্র, বংশবাদের দলে পরিণত হয়েছে। বিজেপি এমনই একটি দল, যে দল আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে, যা বলা হয়েছিল তাই করা হয়েছে এবং যা বলবে তাই করবে। সমাজবাদী পার্টি কী তা বলতে পারবেন? তিনি (অখিলেশ যাদব) বলেছিলেন উন্নয়ন করবেন, কিন্তু এনেছেন মাফিয়ারাজ। আইনশৃঙ্খলার উন্নতির কথা বললেও, বালি মাফিয়া, মাইনিং মাফিয়া, সন্ত্রাসীদের মদত দিয়েছে।”

উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, পূর্বতন সরকারগুলি শিলান্যাস করার পর সেই প্রকল্প সম্পর্কে ভুলে যেত। ফাইলে ধুলো খেত সেই পরিকল্পনা। কোনও কাজ হত না। বর্তমানে উত্তর প্রদেশের চিত্র পাল্টে গিয়েছে। এখানে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে। আমরা যে প্রকল্পের শিলান্যাস করি, তা পূরণও করি।” নাড্ডা আরও বলেছেন, “যারা কৃষকের কোনও উপকার করেনি, তারা এখন মুঠোয় শস্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকে কৃষক নেতা হওয়ার চেষ্টা করেছেন, অনেকে নিজেদেরকে কৃষক নেতা বলে পরিচয় দিয়েছেন, কিন্তু মোদীজি কৃষকদের জন্য যে কাজ করেছেন তা কেউ করেননি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য