জলন্ধর, ২৯ জানুয়ারি (হি.স.): পঞ্জাবে আম আদমি পার্টি (আপ) ক্ষমতায় এলে নতুন করে আরোপ করা হবে না কোনও ট্যাক্স। পঞ্জাবের জলন্ধর থেকে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শনিবার জলন্ধর শহরের নাগরিকদের জন্য বেশ কিছু ঘোষণা করেছেন কেজরিওয়াল।
তিনি বলেছেন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে, দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। মাটির নীচ থেকে নিয়ে যাওয়া হবে ওভারহেড তার, সরকারি হাসপাতাল ও ক্লিনিকের মানোন্নয়ন করা হবে, এছাড়াও মান বাড়ানো হবে সরকারি স্কুলের। এখানেই শেষ নয়, কেজরিওয়াল আরও বলেছেন, “২৪ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে, নতুন কোনও ট্যাক্স আরোপ করা হবে না, মহিলাদের সুরক্ষার স্বার্থে সিসিটিভি বসানো হবে।