নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান পেয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ, জম্মু-কাশ্মীর পুলিশের ঝুলিতে বীরত্বের মোট ১১৫টি সম্মান এসেছে। এই সাফল্য ও প্রাপ্তির জন্য জম্মু-কাশ্মীর পুলিশকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে অগ্রণী জম্মু-কাশ্মীর পুলিশ। প্রজাতন্ত্র দিবসের জন্য মঙ্গলবার বীরত্ব ও সার্ভিস পদকের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার প্রজাতন্ত্র দিবসে বীরত্বের ১১৫টি সম্মান পেয়েছে জম্মু -কাশ্মীর পুলিশ।
পরে জম্মু-কাশ্মীর পুলিশের বীরত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন “এই দুর্দান্ত সাফল্যের জন্য সমস্ত জম্মু-কাশ্মীর পুলিশ কর্মীদের আমার অভিনন্দন, তাঁদের সাহসিকতাকে কুর্নিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আমাদের সাহসী পুলিশ কর্মীদের স্বীকৃতি ও সম্মান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” অমিত শাহ আরও জানান, “ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। সমগ্র দেশের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয় যে, জম্মু-কাশ্মীর প্রজাতন্ত্র দিবসে বীরত্বের পুরস্কারের সবচেয়ে বড় অংশ, ১১৫টি অর্জন করেছে। এটি তাদের বীরত্ব ও অঙ্গীকার প্রতিফলিত করে।”