নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে নবরাত্রি। প্রতিদিন মা দুর্গার আরাধনা করা হচ্ছে আলাদা আলাদা রুপে। নবরাত্রির নবম দিনে সোমবার সিদ্ধিদাত্রী রুপে পূজিত হচ্ছেন দেবী দূর্গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির নবম দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহানবমীতে সিদ্ধিদাত্রীর কাছে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন সকালে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, নবরাত্রির মহানবমী হল মোক্ষ ও মোক্ষদানকারী মা সিদ্ধিদাত্রীর আরাধনার দিন। আমি দেবী মাতার কাছে প্রার্থনা করি, যেন তিনি দেশে আমার পরিবারের প্রতিটি সদস্যকে তাঁদের সংকল্প পূর্ণ করার জন্য আশীর্বাদ করেন।