নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): শক্তিশালী অবস্থান, গভীর বিভাজন সেতু তৈরি করেছে জি-২০ এবং বেশিরভাগ মানুষের প্রত্যাশার চেয়ে অনেক ভালো হয়েছে। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার সকালে দিল্লির নেহরু পার্কে জি-২০ বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, “প্রায় ৩ সপ্তাহ আগে, আমি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের জন্য নিউইয়র্কে ছিলাম। আমি আপনাদের জানাতে চাই, জি-২০ নিয়ে খুব বেশি কথোপকথন হয়েছিল। অন্যান্য অনেক দেশও জি-২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদে বিশেষ সন্তোষ প্রকাশ করেছে।”
এস জয়শঙ্কর আরও বলেছেন, “কিন্তু সামগ্রিকভাবে বৈশ্বিক কূটনীতিতে একটি ধারনা ছিল যে এই জি-২০ প্রকৃতপক্ষে দিনের সবচেয়ে চাপের বিষয়গুলি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণভাবে বিতরণ করেছে। এটি বেশিরভাগ মানুষের প্রত্যাশার চেয়ে অনেক ভাল পরিণত হয়েছে।”