নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): সমবায় সেক্টরে রয়েছে অপার সম্ভাবনা। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) দ্বারা সমবায় রফতানি সংক্রান্ত জাতীয় সিম্পোজিয়ামে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আজ মহানবমীর দিন… আমাদের শাস্ত্রে বলা হয়েছে মহা নবমীর দিন অত্যন্ত শুভ, এই দিনে, ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। লোগো, ওয়েবসাইট এবং ব্রোশিওর প্রকাশ করা হবে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমাদের সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি মাধ্যম প্রয়োজন, যা হবে কৃষক, সমবায় এবং বিশ্ববাজারের মধ্যে সংযোগ। আমি বিশ্বাস করি যে ন্যাশনাল কো-অপারেটিভ ফর এক্সপোর্টস লিমিটেড আমাদের এই সংযোগের অভাব পূরণ করবে।” অমিত শাহের কথায়, “যদি রফতানি বাড়াতে হয় তবে খামার এবং কৃষকদের পর্যায়ে আচরণ গড়ে তুলতে হবে, ফসলের ধরণ পরিবর্তন করতে হবে, কৃষককে ব্র্যান্ড-প্যাকেজিং-বিপণন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে হবে… ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড দ্বারা করা হবে।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও।