নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : ভারতের মেট্রো শহরগুলিতে এখন কোভিডের প্রধান ভ্যারিয়ান্ট হয়ে উঠেছে ওমিক্রন। ওই ভ্যারিয়ান্ট এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে। রবিবার এমনই জানালেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশিরভাগের শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে। অনেকের শরীরে আদৌ কোনও উপসর্গ দেখা যায়নি। যদিও দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের জন্য হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।
রবিবার সকালে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। শনিবার প্রকাশিত বুলেটিনে জানা গিয়েছিল, দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার জন। সেই তুলনায় রবিবার নতুন সংক্রমণের সংখ্যা কম। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন। দৈনিক পজিটিভিটির হার ১৭.৭৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ১৬.৮৭ শতাংশ।
গত কয়েকদিনের মতো এদিনও কেরলে কোভিড সংক্রমণ উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। শনিবার ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ১৩৬। এদিন কেরলের স্বাস্থ্য দফতর জানায়, রাজ্যে মোট ১ লক্ষ ৭৩৫ জনের কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৪ জন। এই নিয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠলেন মোট ৫২ লক্ষ ৮৭ হাজার ৯৭১ জন। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫১ হাজার ৭৩৯ জন। শনিবার কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে, দু’টি রবিবার রাজ্যে ‘লকডাউনের মতো’ বিধিনিষেধ জারি থাকবে।