নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন কাশ্মীর। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার জম্মুর ভগবতী নগর এলাকায় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে প্রত্যেক নাগরিককে বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন কাশ্মীর তৈরি হচ্ছে।”
তিনি আরও বলেছেন, অনুচ্ছেদ ৩৭০ জম্মু ও কাশ্মীরের উন্নয়নে একটি বড় বাধা ছিল এবং সেটি বাতিল করা জম্মু ও কাশ্মীরকে ইউনিয়নের সঙ্গে সম্পূর্ণ একীকরণ নিশ্চিত করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পন্ডিত প্রেম নাথ ডোগরার স্বপ্ন পূরণ করে এই অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। এদিন জম্মুর ভগবতী নগরের ত্রিকুটা নগর এলাকায় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তির ওপর পুষ্পস্তবক অর্পণের পর এক সমাবেশে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি আরও বলেন, এনডিএ সরকারের নয় বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড ৭০ শতাংশ কমেছে। তিনি বলেন, এখন আর হরতাল ও পাথর নিক্ষেপের ঘটনা নেই এবং তরুণরা এখন হাতে ল্যাপটপ ধরে নিজেদের ভবিষ্যৎ গড়ছে। তিনি বলেন, ২৮ হাজার যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছে এবং ৫১ হাজারটি সরকারি পৃষ্ঠপোষকতায় স্ব-কর্মসংস্থান ইউনিটের মাধ্যমে ৭০ হাজারের বেশি যুবক নিজেদের জীবিকা নির্বাহ করছে।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে বিহারের রাজধানী পাটনায় এদিন বৈঠকে বসেছে ১৫টির বেশি বিরোধী রাজনৈতিক দল। সেই বৈঠকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, “আজ পাটনায় একটি ফটো সেশন চলছে। তাঁরা (বিরোধীরা) প্রধানমন্ত্রী মোদী এবং এনডিএ-কে চ্যালেঞ্জ জানাতে চায়। আমি তাদের বলতে চাই ২০২৪ সালে ৩০০টিরও বেশি আসনে জিতে প্রধানমন্ত্রী হবেন মোদীজি।