ওয়াশিংটন, ২৩ জুন (হি.স.): আমেরিকার ওয়াশিংটনে সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও আমেরিকা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে।
আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করার ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিষয়ে উভয় নেতাই সহমত হয়েছেন। মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ভারত-মার্কিন সম্পর্কের সমস্ত দিক তাঁরা পর্যালোচনা করেন।এই দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরবিন্দ বাগচি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্ধিত বিন্যাসে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, জলবায়ু কর্ম, শিক্ষা, স্বাস্থ্য এবং দুই দেশের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক-সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রগুলিকে এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”