Monday, August 11, 2025
বাড়িজাতীয়দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত মোদী ও বাইডেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থা-সহ নানা বিষয়ে আলোচনা

দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত মোদী ও বাইডেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থা-সহ নানা বিষয়ে আলোচনা

ওয়াশিংটন, ২৩ জুন (হি.স.): আমেরিকার ওয়াশিংটনে সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও আমেরিকা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে।

আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করার ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিষয়ে উভয় নেতাই সহমত হয়েছেন। মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ভারত-মার্কিন সম্পর্কের সমস্ত দিক তাঁরা পর্যালোচনা করেন।এই দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরবিন্দ বাগচি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্ধিত বিন্যাসে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, জলবায়ু কর্ম, শিক্ষা, স্বাস্থ্য এবং দুই দেশের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক-সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রগুলিকে এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!