কালাহান্ডি (ওডিশা), ২৩ জুন (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, মোদীজির প্রশংসা কংগ্রেস হজম করতে পারছে না, এটা দুর্ভাগ্যজনক। শুক্রবার ওডিশার কালাহান্ডির একটি সমাবেশ থেকে নাড্ডা বলেছেন, “মোদীজি সমগ্র বিশ্বের নেতাদের দ্বারা অত্যন্ত প্রশংসিত এবং প্রিয়। কেউ তাকে হিরো বলে, কেউ তাকে বস বলে, কেউ তাকে সংস্কারক বলে, কেউ তাকে মহান দেশপ্রেমিক বলে! কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস এই সব ”হজম” করতে পারে না।”
কংগ্রেসের নিন্দা করে নাড্ডা আরও বলেছেন, “কংগ্রেস নেতারা মোদীজিকে সাপ, বিচ্ছু, নিরক্ষর, চা বিক্রেতা আরও কী না কী বলেছেন! বেচারা কংগ্রেস বুঝতে পারে না যে এই সব তাদের সাহায্য করবে না, কারণ মোদীজির সঙ্গে দেশের ১৪০ কোটি মানুষের ভালবাসা এবং বিশ্বাস রয়েছে! কংগ্রেস যাই বলুক না কেন, মোদীজি জনগণের সেবা চালিয়ে যাবেন, সমগ্র বিশ্বে উজ্জ্বল হতে থাকবেন!” কংগ্রেস নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাড্ডা বলেছেন, “আমি কংগ্রেসিদের বলতে চাই, আসুন আমার সঙ্গে আলোচনা করুন, সংখ্যা নিয়ে আলোচনা করুন।”