নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : দেশে প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ৷ শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দেড় লক্ষ ছাড়িয়েছে ৷ গত বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ৷ এবার সেই সংখ্যা চারজনে পৌঁছাল ৷
একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের প্রায় ১৬০ কর্মচারী হয় করোনা আক্রান্ত বা কোয়ারান্টিনে রয়েছেন ৷ প্রসঙ্গত আদালতের সংক্রমিতের হার বিচার করতে গেলে দেখা যাবে প্রায় ১২.৫ শতাংশ মানুষই আক্রান্ত হয়ে পড়েছেন ৷ যা পরবর্তী ক্ষেত্রে আরও মারাত্মক হয়ে উঠতে পারে ৷
বৃহস্পতিবার দুই বিচারপতির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই জরুরি বৈঠকে বসেন প্রধান বিচারপতি এন ভি রামানা ৷ তিনি জানান, পরিস্থিতির কথা মাথায় রেখে চার থেকে ছয় সপ্তাহ আগের মতই ভার্চুয়ালি চলবে আদালত ৷ শুধুমাত্র জরুরি হিসেবে উল্লেখিত কেস, নতুন মামলা, জামিন সংক্রান্ত মামলা, স্থগিত সংক্রান্ত মামলা, আটকের মামলা এবং নির্দিষ্ট তারিখের বিষয়গুলি ১০ জানুয়ারি থেকে আগামী নোটিশ না পাওয়া পর্যন্ত আদালতের সামনে নথিভুক্ত করতে হবে ৷