নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : বাজেট অধিবেশনের আগেই কোভিডের কোপে সংসদ। সংসদের দুই কক্ষের চারশোরও বেশি কর্মী করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশন আদৌ সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে সংসদ ভবনে কর্মরত অন্তত চারশো জন কর্মী করোনা সংক্রমিত হওয়ার খবর এসেছে৷ সংসদে ১৪০৯ জন কর্মী কর্মরত। এরমধ্যে লোকসভায় ২০০, রাজ্যসভার ৬৯ এবং সংসদের অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ১৩৩ জন কর্মী করোনা আক্রান্ত। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ৷ দিল্লিতে সংক্রমণের হার বেড়ে ১৯.৬০ শতাংশ ৷
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ে করোনা নয়া প্রজাতি ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ এরই মধ্যে গত ৬ থেকে ৭ জানুয়ারি দু’দিনের মধ্যে দিল্লিতে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ৪০০ জনের পজিটিভি হয়েছেন ৷ যা চিন্তা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৷
যার ফলে দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১০.২১ শতাংশ হয়ে গিয়েছে ৷ সপ্তাহের হিসেবে সংক্রমণের হার ৫.৬৬ শতাংশ ৷ দেশে গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন ৷