Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়মহারাষ্ট্রে ৬৮ জন সিবিআই কর্মী করোনায় আক্রান্ত

মহারাষ্ট্রে ৬৮ জন সিবিআই কর্মী করোনায় আক্রান্ত

মুম্বই, ৯ জানুয়ারি (হি.স) : রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিআই) মুম্বই দফতরের ৬৮ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এদের সকলের চিকিৎসা চলছে। মহারাষ্ট্রে গত দুই দিনে দুই পুলিশকর্মী করোনায় মারা গেছেন। এর ফলে রাজ্যে করোনায় মৃত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫। রবিবার রাজ্যে ৪০৯ জন করোনা আক্রান্ত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, শনিবার সিবিআই দফতরে এক কর্মীর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে সিবিআইয়ের ২৩৫ কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রবিবারই ৬৮ জন সিবিআই কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব কর্মচারীর চিকিৎসা চলছে। সিবিআই অফিস স্যানিটাইজ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বইতে করোনা আক্রান্ত ৫৭ বছর বয়সী পুলিশ সাব-ইন্সপেক্টর শুক্রবার মারা যান এবং শনিবার পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর মহেন্দ্র ভাটি মারা যান। রাজ্যে এখনও পর্যন্ত ১২৫ পুলিশকর্মী মারা গেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য