কলকাতা, ২৩ মে (হি. স.) : “সরকার চালানোর নামে ‘তামাশা’ চলছে।” মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল এই ভাষাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন।কেজরিওয়ালের দাবি, বিরোধী রাজনৈতিক দলের সরকারগুলি ইচ্ছাকৃত বিরক্ত করছে কেন্দ্রের মোদি সরকার ৷
কেজরিওয়ালের ভাষায়, “ওরা দেশের বিচারব্যবস্থাকেও মানছে না। দিল্লিবাসী ৮ বছর যে জিনিসটার জন্য লড়াই করছে। সেটা ওরা এক সপ্তাহে অর্ডিন্যান্স এনে বন্ধ করে দিল।”
দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র যে অধ্যাদেশ এনেছে, এ দিন কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে মমতা সেই অধ্যাদেশের বিরোধিতা করেন। এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ইতিমধ্যেই কংগ্রেস ‘আপ’-কে সমর্থন করার বার্তা দিয়েছে। সব ঠিক থাকলে দীর্ঘদিন বাদে রাজ্যসভায় সম্মিলিত বিরোধীদের একত্রে দেখা যেতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাশে বসিয়ে এদিন মমতা বলে দেন, সবাইকে একজোট করতে পারলে রাজ্যসভাতেও বিজেপিকে হারানোর একটা সুযোগ এসেছে।