নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): জেল থেকে এবারও মুক্তি পেলেন না দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া, উল্টে বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল আগামী ১ জুন পর্যন্ত। পাশাপাশি জেলের মধ্যে অধ্যয়নের জন্য সিসোদিয়াকে চেয়ার ও টেবিল দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
দিল্লি আবগারি নীতি মামলায় এর আগে মনীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়েছিল, সেই মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। দিল্লির রাউস এভিনিউ আদালত এদিন সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১ জুন পর্যন্ত করেছে। জেলের ভিতরে অধ্যয়নের জন্য তাঁকে যাতে চেয়ার ও টেবিল দেওয়া হয়, আদালতে সেই আবেদন জানিয়েছিলেন সিসোদিয়েয়া, এ বিষয়ে জেল কর্তৃপক্ষকে ভাবনাচিন্তা করার নির্দেশ দিয়েছে আদালত।