মুম্বই, ১৮ মে (হি.স.): দু’দিনের মহারাষ্ট্র সফরে এসেছেন বিজেপির সর্বভারতী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সফরের অন্তিম দিন বৃহস্পতিবার সকালে সপরিবারে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন নাড্ডা। সিদ্ধিদাতাকে ফল, প্রসাদ, বস্ত্র উৎসর্গ করে পুজো শেষে আশীর্বাদ গ্রহণ করেন তিনি।
মুম্বই সফরে থাকাকালীন বৃহস্পতিবার সকালে সপরিবারে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন নাড্ডা। প্রতিটি মানুষের জীবনে সমৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন নাড্ডা। নাড্ডা টুইট করে লিখেছেন, গণপতি বাপা সমস্ত দেশবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি এবং সর্বোত্তম স্বাস্থ্য প্রদান করুক, এই কামনা করছি।