নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : এবারও স্বস্তি পেলেন না দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। আবগারি নীতিতে সিবিআই-এর মামলায় মনীশ সিসোদিয়াকে আগামী ২ জুন পর্যন্ত জেল হেফাজত (বিচারবিভাগীয়) হেফাজতে পাঠাল দিল্লির রাউস এভিনিউ আদালত।
আবগারি নীতি মামলায় বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার আদালতে পেশ করা হয় সিসোদিয়াকে, অন্যান্য দিনের মতো এদিনও হাসি মুখেই আদালতে আসেন মনীশ। তাঁকে আগামী ২ জুন পর্যন্ত জেলা হেফাজতে পাঠিয়েছে আদালত। চার্জশিটের বিষয়টি আদালতের বিবেচনাধীন।