জয়পুর, ৯ মে (হি.স.) : দুর্নীতির বিরুদ্ধে ৫ দিন ব্যাপী “জন সংঘর্ষ যাত্রা”-র ঘোষণা করলেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলট। মঙ্গলবার জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, আগামী ১১ মে আজমের থেকে জয়পুরের দিকে ৫ দিন ব্যাপী জন সংঘর্ষ পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি আমি। এই পদযাত্রা দুর্নীতির বিরুদ্ধে। আমি মনে করি, সঠিক সিদ্ধান্ত তখনই নেওয়া হয় যখন জনগণের সমর্থন থাকে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ও দলীয় নেতা অশোক গেহলটের তীব্র সমালোচনা করে সচিন পাইলট বলেছেন, এই প্রথমবার আমি এমন কাউকে দেখছি, যিনি নিজের দলের বিধায়ক ও সাংসদদের সমালোচনা করছেন।বিজেপি নেতাদের প্রশংসা করছেন এবং কংগ্রেস নেতাদের অসম্মান করছেন, এটা আমার বোধগম্যতার বাইরে। গেহলটকে আক্রমণ করে সচিন পাইলট আরও বলেছেন, ঢোলপুরে অশোক গেহলটের বক্তৃতা শুনে মনে হচ্ছে তাঁর নেত্রী সোনিয়া গান্ধী নন, বসুন্ধরা রাজে সিন্ধিয়া। আমি এখন বুঝতে পেরেছি কেন মুখ্যমন্ত্রী (অশোক গেহলট) দুর্নীতির বিরুদ্ধে কাজ করেননি।