জবলপুর, ১৮ এপ্রিল (হি.স.): ভারত অনন্ত কাল থেকে আছে। ভারতবর্ষের উদ্দেশ্য অমর। প্রতিটি জাতির অস্তিত্বের কোনও না কোনও কারণ থাকে। সৃষ্টির শুরু থেকেই ভারতবর্ষের প্রয়োজন আছে। প্রত্যেকেই নিজ নিজ উদ্দেশ্য হাসিলের পর সমাপ্ত হয়ে যায়। ভারতের উদ্দেশ্য জাতি সহ বিশ্বের কল্যাণ, তাই এর সমাপ্তি অসম্ভব। মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরে ব্রহ্মলীন জগদ্গুরু শ্যামদেবাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত।
এ উপলক্ষে নরসিংহ মন্দিরে ডক্টর শ্যামদেবাচার্যের মূর্তি উদ্বোধন করেন ডাঃ মোহন ভাগবত। তিনি বলেন, ভারতই একমাত্র দেশ যা ঈশ্বরের প্রতিটি রূপকে মেনে নিয়েছে, কখনও কোনও ঈশ্বরের রূপ নিয়ে লড়াই করেনি। ভারতই একমাত্র দেশ যা সমগ্র বিশ্বকে এক বলে মনে করে। সনাতন সংস্কৃতি সবাইকে সংযুক্ত করে। সারা বিশ্ব চলছে সনাতন ধর্মের ভিত্তিতে। সত্যের উপর ভিত্তি করে আচার আচরণের জন্যই ভারত আজও বেঁচে আছে। ভাষা, ধর্ম, সম্প্রদায়ের নামে দেশ গড়ে উঠলেও ভারতের সঙ্গে তা হয়নি।