Friday, March 21, 2025
বাড়িজাতীয়বিহার থেকে রাজস্থান ; গরমে পুড়ছে দেশের বিভিন্ন রাজ্য, লু-র সতর্কতা জারি...

বিহার থেকে রাজস্থান ; গরমে পুড়ছে দেশের বিভিন্ন রাজ্য, লু-র সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : বিহার থেকে রাজস্থান, পশ্চিমবঙ্গ থেকে ওডিশা-মাত্রাতিরিক্ত গরমে পুড়ছে দেশের বিভিন্ন রাজ্য। বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে লু-এর সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। রোদের দহন জ্বালায় জ্বলছে শরীর।

সকাল হতে না হতেই চড়া রোদ। বেলা গড়ালে গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে দেশের ৯ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আইএমডি। এই ৯ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। পাশাপাশি ওডিশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, সিকিমেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওডিশা, বিহারেও পারদ চড়ছে। ওডিশার একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। বিহারের পরিস্থিতিও একই। সোমবার পঞ্জাব এবং হরিয়ানায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় ছিল। এই দুই রাজ্যে তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য