Friday, March 29, 2024
বাড়িজাতীয়বিরোধী ঐক্য: নীতীশ ও তেজস্বীর সঙ্গে সাক্ষাত খাড়গে, রাহুলের

বিরোধী ঐক্য: নীতীশ ও তেজস্বীর সঙ্গে সাক্ষাত খাড়গে, রাহুলের

নয়াদিল্লি, ১২ এপ্রিল(হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিরোধীদের একত্রিত করার বিষয়ে বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।

এই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বৈঠককে ঐতিহাসিক বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর উদ্দেশ্য ছিল বিরোধীদের ঐক্যবদ্ধ করা এবং একসঙ্গে নির্বাচন করা। এই সময়ের মধ্যে অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, বিরোধীদের ঐক্যবদ্ধ করার মহড়ার অংশ হিসেবে আজকের বৈঠক হয়েছে। সারাদেশের বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে সঙ্গে নিয়ে যাব। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, আমরা একটি প্রক্রিয়া শুরু করেছি যার অধীনে আরও বেশি দলকে বিরোধী ঐক্যের আওতায় আনা হবে। আমরা একই আদর্শ, চিন্তাভাবনা গড়ে তুলব এবং দেশে একসঙ্গে আমাদের আদর্শের লড়াই লড়ব। আমরা একসঙ্গে দেশের প্রতিষ্ঠানের ওপর হামলার বিরুদ্ধে লড়াই করব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য