Wednesday, March 26, 2025
বাড়িজাতীয়বৃহস্পতিবার ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

গুয়াহাটি, ১২ এপ্রিল (হি.স.) : রোজগার মেলার অধীনে আগামীকাল বৃহস্পতিবার ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে এদিন সকাল ১০.৩০টায় নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে নিয়োগপত্রগুলি বিতরণ করবেন তিনি। অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ ব্যাপার এক বিবৃতি জারি করে বলেছেন, নিয়োগ সৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করার অন্যতম পদক্ষেপ এই রোজগার মেলা। রোজগার মেলা আরও নিয়োগ সৃষ্টির ক্ষেত্রে একটি অনুঘটক হিসেবে কাজ করবে এবং যুব সমাজের ক্ষমতায়ন ও তাঁদের জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে সব্যসাচী আরও জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের অধীনে ‘রোজগার মেলা’ তিনটি পৃথক স্থানে যথাক্রমে অসমের গুয়াহাটি, উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং নাগাল্যান্ডের ডিমাপুরে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহণ ও জলপথ এবং আয়ুষ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল গুয়াহাটির রেলওয়ে রং ভবন কালচারাল হল-এ নব-নিয়োগপ্রাপ্ত তরুণদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন।

এছাড়া পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও নিয়োগ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ডিমাপুরের ইমলিয়াঙ্গার মেমোরিয়াল সেন্টারে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত সরকারের স্বরাষ্ট্র, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক শিলিগুড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে নিউ জলপাইগুড়িতে রেলওয়ে অফিসার্স ক্লাবে নিয়োগপত্র বিতরণ করবেন।ওই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন সরকারি বিভাগ থেকে গুয়াহাটিতে ২০৭ জন, ডিমাপুরে ২১৭ জন ও শিলিগুড়িতে ২২৫ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

সমগ্র দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা ভারত সরকারের অধীনে ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সিনিয়র কমার্শিয়াল তথা টিকিট ক্লার্ক, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ড্রাফ্টসম্যান, জেই/সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শিক্ষক, লাইব্রেরিয়ান, নার্স, প্রবেশনারি অফিসার, পিএ, এমটিএস ইত্যাদির মতো বিভিন্ন পজিশন/পোস্টে যোগদান করবেন।

নতুন নিয়োগপ্রাপ্তরা কর্মযোগী প্রারম্ভ-এর মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করার সুযোগ লাভ করবেন, যা বিভিন্ন সরকারি বিভাগে সমস্ত নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য একটি অনলাইন ওরিয়েন্টেশন কোর্স।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য