Wednesday, January 15, 2025
বাড়িজাতীয়তৃতীয় ফ্রন্ট নয়, দরকার বিরোধী জোট: রায়পুরে জাতীয় অধিবেশনে কংগ্রেস

তৃতীয় ফ্রন্ট নয়, দরকার বিরোধী জোট: রায়পুরে জাতীয় অধিবেশনে কংগ্রেস

রায়পুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : তৃতীয় ফ্রন্ট নয়, দরকার সব বিরোধীদলকে নিয়ে একটি বিরোধী জোট। রায়পুরের প্লেনারি অধিবেশন থেকে অ-বিজেপি দলগুলিকে এই বার্তাই দিল কংগ্রেস। বলা হয়েছে, তৃতীয় ফ্রন্ট হলে আখেরে লাভ হবে বিজেপির।

রায়পুরে দলের প্লেনারি অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বলা হয়েছে, কংগ্রেসের মূল ভিত হল ধর্ম নিরপেক্ষতা। আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস সমমনোভাবাপন্ন দলগুলি নিয়ে একটি ধর্মনিরপেক্ষ জোট তৈরি করতে চায়। এটা তৃতীয় ফ্রন্ট বা তার বিকল্প নয়। তৃতীয় ফ্রন্টে লাভবান হবে বিজেপি। কংগ্রেস চাইছে বিজেপি-বিরোধী জোটে সেই সব দল যোগদান করুক যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। পরিস্থিতি দাবি করছে, বিজেপিকে রুখতে একটি অ-বিজেপি জোট গঠনের। জোট হবে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে।

দলের প্লেনারি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে হাত মিলিয়ে তারা একটি অ-বিজেপি জোট গঠনে আগ্রহী। চাইছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সব রাজনৈতিক দলগুলিকে সামিল করতে। কংগ্রেস বিশ্বাস করে তারাই একমাত্র দল, যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেশ চালিয়েছিল। মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্য সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য