Thursday, January 16, 2025
বাড়িজাতীয়এমসিডি-র স্থায়ী কমিটির নির্বাচনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট

এমসিডি-র স্থায়ী কমিটির নির্বাচনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট


নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২৭ ফেব্রুয়ারি দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের স্থায়ী কমিটির নির্বাচনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট । বিচারপতি গৌরাঙ্গ কান্তের একটি বেঞ্চ লেফটেন্যান্ট গভর্নর এবং দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র শেলি ওবেরয়ের অফিসে নোটিশ জারি করেছে। ব্যালট পেপার ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেন, আগের নির্বাচনের ফল ঘোষণা না করেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে পৌর কর্পোরেশনের মেয়র বিধি লঙ্ঘন করেছেন। বিজেপির কর্পোরেটর শিখা রায় এবং কমলজিৎ সেহরাওয়াত স্থায়ী কমিটির নির্বাচনে মেয়র শেলি ওবেরয়ের একটি ভোটকে অবৈধ ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন।

শুনানির সময় আইনজীবী রাহুল মেহরাকে আদালত জিজ্ঞাসা করেন যে নিয়ম অনুসারে মেয়রের পুনরায় নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা আছে কি না। প্রবীন অ্যাডভোকেট মহেশ জেঠমালানি বিজেপি কর্পোরেটরদের পক্ষে উপস্থিত হয়ে পরামর্শ দিয়েছেন যে ফুটেজ এবং ব্যালট পেপার দেখে আদালত সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, মেয়র ভোট গণনা ঠেকাতে পারবেন না। কিছু ভোট গণনা করা হলেও এখন তারা পুনঃভোট চায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য