Friday, March 31, 2023
বাড়িজাতীয়আদানি গোষ্ঠীর সঙ্কটে কংগ্রেস, অন্যান্য দল যৌথ সংসদীয় কমিটি অথবা এসসি-তত্ত্বাবধানে তদন্ত...

আদানি গোষ্ঠীর সঙ্কটে কংগ্রেস, অন্যান্য দল যৌথ সংসদীয় কমিটি অথবা এসসি-তত্ত্বাবধানে তদন্ত চাইছে : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): আদানি গোষ্ঠীর সঙ্কটে যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্ট-তত্ত্বাবধানে তদন্ত চাইছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার বিজয় চকে সাংবাদিক সম্মেলন করেন বিরোধীরা। সেখানে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে আদানি গোষ্ঠীর সঙ্কটের তদন্ত করা উচিত।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কোটি কোটি ভারতীয়দের কষ্টার্জিত অর্থকে বিপন্ন করে, বাজার মূল্য হারাচ্ছে এমন কোম্পানিগুলিতে এলআইসি, পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা নিয়ম ২৬৭-এর অধীনে সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিয়েছি। খাড়গের কথায়, আমরা আলোচনা চেয়েছিলাম, কিন্তু আমাদের নোটিশ প্রত্যাখ্যান করা হয়। আমরা যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করি, তখন সেগুলি নিয়ে আলোচনার জন্য সময় দেওয়া হয় না। গরিব মানুষের টাকা এলআইসি, এসবিআই এবং অন্যান্য জাতীয় ব্যাঙ্কগুলিতে রয়েছে এবং তা পছন্দের সংস্থাগুলিকে দেওয়া হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য