নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): বিরোধীদের মুখ্য দাবি হল, ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতেই হবে। সরকার বলছে, ক্ষমা চাইতে হবে সংশ্লিষ্ট সাংসদদের। দুই পক্ষই অনড়, আর তা নিয়েই অচলাবস্থা জিইয়ে রয়েছে রাজ্যসভায়। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব হন বিরোধীরা। স্লোগান চলতে থাকে।
তখন রীতিমতো ক্ষোভের সুরে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেন, “সদনের শিষ্টাচার ও সৌজন্য বজায় রাখুন। অবাধ্য ও অসংসদীয় আচরণ কোনও কাজে দেবে না।” এরপরও চলতে থাকে স্লোগান ও হইচই। ফলে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। এদিন সকালেই সংসদের উভয়কক্ষের বিরোধী নেতারা বৈঠক করেছিলেন। কর্মপরিকল্পনা নিয়ে তাঁরা আলোচনা করেন। ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পরে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিরোধীরা। মিছিল সামিল হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।