Thursday, March 30, 2023
বাড়িজাতীয়ভারতের মধ্য প্রদেশে ২ অত্যাধুনিক জঙ্গি বিমান বিধ্বস্ত

ভারতের মধ্য প্রদেশে ২ অত্যাধুনিক জঙ্গি বিমান বিধ্বস্ত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৮জানুয়ারি: ভারতের বিমান বাহিনীর দুটি জঙ্গি বিমান প্রশিক্ষণ চলাকালে মধ্য প্রদেশ রাজ্যে বিধ্বস্ত হয়েছে।বিধ্বস্ত হওয়া জঙ্গি বিমান দুটির মধ্যে একটি সুখোই এসইউ-৩০ ও অপরটি মিরেজ ২০০০ বলে শনিবার জানিয়েছেন কর্মকর্তারা।ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, এসইউ-৩০ বিমানটিতে দুই এবং মিরেজে একজন পাইলট ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট বিমানটি থেকে বের হতে সক্ষম হন, তবে তারা গুরুতর আহত হয়েছেন।তৃতীয় পাইলটের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তিন যেখানে আছেন বলে ধারণা করা হচ্ছে সেখানে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।উভয় জঙ্গি বিমানই ভারতীয় বিমান বাহিনীর গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।ঘটনাস্থল মোরেনা জেলার স্থানীয়দের ধারণ করা ভিডিওতে মাটিতে পড়ে থাকা বিমান দুটির ধ্বংসাবশেষ দেখা গেছে।মধ্য আকাশে দুই জঙ্গি বিমানের সংঘর্ষের ফলে বিধ্বস্তের এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে ভারতীয় বিমান বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য