নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : ভারতে ধীরে ধীরে জাল বিস্তার করছে ওমিক্রন। ইতিমধ্যেই করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্টের জেরে লকডাউন জারি হয়েছে মুম্বইয়ে। এবার অন্ধ্রপ্রদেশেও ধরা পড়ল প্রথম ওমিক্রন সংক্রমণ। জানা গিয়েছে, আয়ারল্যান্ড থেকে ভারতে আসা ৩৪ বছরের এক ব্যক্তির দেহে থাবা বসিয়েছে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন। চিন্তার বিষয় হল ওই ব্যক্তির দেহে করোনার কোনও উপসর্গ ছিল না। এদিকে চণ্ডীগড়েও ধরা পড়েছে ওমিক্রন।
জানা গিয়েছে, ৩৪ বছরের ওই ব্যক্তি আয়ারল্যান্ড থেকে মুম্বই হয়ে বিশাখাপত্তনমে ফিরেছিলেন। ২৭ নভেম্বর তাঁর করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই জিনোম পরীক্ষায় জন্য পাঠানো হয়। তখনই জানা যায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু, তাঁর শরীরে সেভাবে কোনও উপসর্গ নেই। এমনকী, ১১ ডিসেম্বর তাঁর পুনরায় করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য ছিল, ওমিক্রন সংক্রামক হলেও অত্যাধিক হানিকারক নয়। এই যুক্তি অনেকাংশে সত্যি প্রমাণিত হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের একাংশের।
এদিকে, চণ্ডীগড়েও এক ২০ বছরের যুবকের দেহে পাওয়া গিয়েছে ওমিক্রন। জানা গিয়েছে, ২২ নভেম্বর ইতালি থেকে ভারতে ফিরেছিলেন তিনি। ১ ডিসেম্বর তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ফাইজারের টিকার দু’টি ডোজ নিয়েছিলেন তিনি। রবিবার পুনরায় তাঁর করোনা টেস্ট করা হয়েছে এখনও অবশ্য রিপোর্ট হাতে আসেনি।