নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ফের পাকিস্তানকে নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খুব বেশি দিন নয়, এই সমস্যা শিকড় থেকে উপড়ে ফেলা হবে।
রবিবার দিল্লিতে ‘ওয়াল অব ফেম-১৯৭১ ইন্দো-পাক ওয়ার’ অনুষ্ঠানে রাজনাথ বলেন, ভারতে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতে চায় পাকিস্তান। ১৯৭১ সালে পাকিস্তানি পরিকল্পনা ভেস্তে দেয় ভারতীয় সেনা। আর এখন সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা করছি আমরা।
এদিন ওই অনুষ্ঠানে রাজনাথ আরও বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্র আনার ক্ষেত্রে ভারতের যথেষ্ট অবদান রয়েছে। আর গত ৫০ বছরে অনেকটাই উন্নতি করেছে বাংলাদেশ। গোটা দুনিয়ায় এটা একটা উদাহরণ হতে পারে। ভারতীয় সোনার সাফল্য উপলক্ষ্যে এই অনুষ্টানে আয়োজন। ভারতীয় সেনার একটা জয় ইতিহাসের পাশাপাশি দক্ষিণ পূর্ব এসিয়ার ভূগোলটাও বদলে দিয়েছিল।’ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দিল্লির ইন্ডিয়া গেটে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখছিলেন রাজনাথ।