Sunday, January 26, 2025
বাড়িজাতীয়শ্বাসযন্ত্রে সংক্রমণ, হাসপাতাল ভর্তি হলেন সোনিয়া গান্ধী

শ্বাসযন্ত্রে সংক্রমণ, হাসপাতাল ভর্তি হলেন সোনিয়া গান্ধী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জানুয়ারি: ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা করাতে নয়া দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার সকালে তিনি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে হাসপাতালটিতে যান বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু।গঙ্গা রাম হাসপাতাল পরে এক বুলেটিনে সোনিয়ার ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে।“ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের চেয়ারপারসন সোনিয়া গান্ধী আজ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বক্ষ চিকিৎসা বিভাগের ড. অরূপ বসু ও তার দলের অধীনে ভর্তি হয়েছেন। পর্যবেক্ষণ এবং ভাইরাসঘটিত শ্বাসযন্ত্রের সংক্রমণ চিকিৎসায় তাকে ভর্তি করা হয়েছে,” বলেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান ড. অজয় স্বরূপ।একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকেই অসুস্থ বোধ করছিলেন সোনিয়া। যে কারণে ভারত জোড়ো যাত্রায় ৭ কিলোমিটার পথ হাঁটার পর রাহুল ও প্রিয়াঙ্কা দুজনই দিল্লি ফিরে আসেন।মঙ্গলবার সন্ধ্যায় ওই ভারত জোড়ো যাত্রা উত্তর প্রদেশে প্রবেশ করে।রাতে রাজ্যের বাগপতে থামিয়ে রাখা যাত্রা বুধবার ভোর ৬টা থেকে ফের শুরু করে কংগ্রেস, তাতে প্রিয়াঙ্কা যোগ না দিলেও রাহুল ঠিকই থাকেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য