Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদস্ত্রী-সন্তানকে হত্যার জন্য ২৫০ ফুট নিচে গাড়ি ফেলে দিয়েছিলেন ভারতীয় ধর্মেশ

স্ত্রী-সন্তানকে হত্যার জন্য ২৫০ ফুট নিচে গাড়ি ফেলে দিয়েছিলেন ভারতীয় ধর্মেশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জানুয়ারি: স্ত্রী ও দুই সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি আমেরিকায় গ্রেপ্তার হয়েছেন। হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ওই আমেরিকান পাহাড়ের কিনারা থেকে খাদে গাড়ি ফেলে দিয়েছেন।আমেরিকার উদ্ধারকারী দল বলেছে, খাদের মধ্য পড়েছিল টেসলার একটি গাড়ি। সেই গাড়ি থেকে ৪ বছরের ১ মেয়ে, ৯ বছরের ১ ছেলেসহ ৪ জনকে উদ্ধার করা হয়। একটি হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হয়েছে। পাহাড় থেকে ২৫০ থেকে ৩০০ ফুট নিচে ওই গাড়িটি পড়েছিল বলে উদ্ধারকারী দল জানিয়েছে। উদ্ধারকাজ খুবই কঠিন ছিল।ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির নাম ধর্মেশ প্যাটেল। তিনি ক্যালিফোর্নিয়ার পাসাদেনায় থাকেন।

 তাঁর বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী ও সন্তানদের হত্যা করতেই গত সোমবার ক্যালিফোর্নিয়ার এক পাহাড়ের খাদে ইচ্ছাকৃতভাবে গাড়ি ফেলে দিয়েছেন। কারণ, ওই এলাকায় দুর্ঘটনা ঘটার মতো কোনো পরিস্থিতিই ছিল না। হত্যার চেষ্টার অভিযোগে ধর্মেশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দেশটির পুলিশ বিভাগ বলছে, অভিযুক্ত ধর্মেশ দুর্ঘটনায় আহত হয়ে সেরে উঠেছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে রাখা হয়েছে কাউন্টি কারাগারে।গত সোমবার গাড়ি পাহাড়ের নিচে পড়ে যেতেই এক প্রত্যক্ষদর্শী পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন। সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পৌঁছে যায়।তদন্তকারী দলের এক সদস্য বলেন, ‘উদ্ধারকাজ খুবই কঠিন ছিল। এত ওপর থেকে পড়ার পর সবার বেঁচে থাকায় অবাকই হয়েছিলাম। যদিও সবার বেঁচে যাওয়া দেখে ভালো লেগেছে। ওই দুই বাচ্চার আঘাত গুরুতর ছিল না বলে ওই তদন্তকারী সদস্য জানিয়েছেন।’মার্কিন পুলিশ বলেছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা ইচ্ছা করেই এ দুর্ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য