Saturday, February 15, 2025
বাড়িজাতীয়নাগাল্যান্ডের ঘটনায় সিট গঠন, এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ :...

নাগাল্যান্ডের ঘটনায় সিট গঠন, এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ : অমিত শাহ


নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): নাগাল্যান্ডের ঘটনায় লোকসভায় বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নাগাল্যান্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাগাল্যান্ডের ডিজিপি ও কমিশনার। ভারত সরকার মর্মাহত বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। পরে ভুল প্রমাণিত হয়। আহত অবস্থায় দু’জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেনাবাহিনী। গোটা ঘটনটি জানার পর স্থানীয় জনগণ সেনার ইউনিট ঘেরাও করে, দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হামলা চালায়।” স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “ওটিংয়ে বিচ্ছিন্নতাবাদীদের গতিবিধি সম্পর্কে জানতে পেরেছিল সেনাবাহিনী। সেই মতো সন্দেহজনক এলাকায় ২১ কমান্ডো অভিযান চালায়। একটি গাড়ি সেখানে পৌঁছয়, গাড়িটিকে থামতে বলা হয়েছিল কিন্তু গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় গুলি চালানো হয়।”


স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, “একজন জওয়ানের মৃত্যু হয়েছে, অনেকজন জওয়ান আহত হয়েছেন। আত্মরক্ষা ও ভিড়কে ছত্রভঙ্গ করতেই সুরক্ষা বাহিনী গুলি চালায়। এতেই আরও ৭ জনের মৃত্যু হয়, কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নাগাল্যান্ডের এই ঘটনায় ভারত সরকার দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি এমামদের সমবেদনা।”



স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, “রবিবারই সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক অবিলম্বে উত্তর-পূর্বের অতিরিক্ত সচিব ইনচার্জকে কোহিমায় পাঠিয়েছে, যেখানে তিনি সোমবার মুখ্য সচিব, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাগাল্যান্ডের ডিজিপি ও কমিশনার। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য