নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের ৫০ তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রাজধানী ঢাকা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৫-১৭ ডিসেম্বর ঢাকায় থাকবেন রাষ্ট্রপতি। সোমবার ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ১৫-১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে যাচ্ছেন।
১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন রামনাথ কোবিন্দ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ঢাকায় যাচ্ছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর।