Sunday, February 16, 2025
বাড়িরাজ্যপুর ও নগর পঞ্চায়েতের মেয়র এবং চেয়ারম্যানদের নাম ঘোষণা

পুর ও নগর পঞ্চায়েতের মেয়র এবং চেয়ারম্যানদের নাম ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : সদ্য পুর ও নগর নির্বাচনে জয়ী হয়ে সোমবার চেয়ারম্যানদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের পুর ও নগর পঞ্চায়েতগুলির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় সোমবার। ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় সাফল্য। এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানায় ভারতীয় জনতা পার্টি। এর জন্য বিজয় উৎসব দেশের বিভিন্ন রাজ্যে পালন করা হয়েছে।

এটা রাজ্যের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। দেশের সমস্ত রাজ্য থেকে ত্রিপুরা জয়ে আপ্লুত এবং শুভেচ্ছা জানায়। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলির চেয়ারম্যানের নাম ঘোষণা করে এ কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। তিনি বলেন, আগরতলা পুর পরিষদের মেয়র হিসেবে নির্বাচিত করা হয় দীপক মজুমদার, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় প্রদ্যুৎ দে সরকার, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিশ্বজিৎ দাস, কৈলাশহর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন চপলা দেবরায়, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মমতা দাস, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন স্বপ্ন মজুমদার বৈদ্য, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিখিল চন্দ্র গোপ, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শীতল চন্দ্র মজুমদার, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অনামিকা ঘোষ, বিশালগড় পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অঞ্জন পুরকায়স্থ, রানীরবাজার পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অপর্না শুক্লা দাস, মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অনিতা দেবনাথ, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন দেবাশিষ নাথ শর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন রূপক সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য