Saturday, January 25, 2025
বাড়িজাতীয়শ্বশুরের আসনে পুত্রবধূ প্রার্থী, মৈনপুরী লোকসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা ডিম্পলের

শ্বশুরের আসনে পুত্রবধূ প্রার্থী, মৈনপুরী লোকসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা ডিম্পলের

লখনউ, ১৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। গত বৃহস্পতিবার মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনের জন্য সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের নাম ঘোষণা করা হয়।

এরপর সোমবারই মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পত্র পেশ করেছেন ডিম্পল যাদব। মনোনয়ন পত্র পেশ করার সময় স্ত্রীর পাশেই ছিলেন অখিলেশ। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির কয়েকজন নেতাও।

গত বৃহস্পতিবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে ডিম্পল যাদবকে মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক মুলায়ম সিং যাদবের মৃত্যুর পরে খালি হয়ে যায় মৈনপুরী লোকসভা আসন। শ্বশুরের আসনে এবার লড়বেন পুত্রবধূ ডিম্পল যাদব।

অখিলেশ যাদব এদিন বলেছেন, “আমরা মৈনপুরী উপনির্বাচনের জন্য ডিম্পল যাদবের মনোনয়ন জমা দিয়েছি। নেতাজি (মুলায়ম সিং যাদব)-র মৃত্যুর পরে এই উপনির্বাচন, আমাদের কাছে এখনও দুঃখজনক সময়।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য