নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): প্রতিটি নতুন প্রজন্ম নয়া সম্ভাবনা ও স্বপ্ন নিয়ে আসে, কারণ এখন প্রযুক্তিগত বিপ্লব এবং তথ্য বিপ্লবের একটি নতুন যুগ। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার শিশু দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার সময় একজন স্নেহশীল শিক্ষিকা এবং শিক্ষার্থীদের গাইডের ভূমিকা গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রায়রাংপুরের শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টার-এ শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
রাষ্ট্রপতি ভবনে শিশু দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেছেন, বর্তমান শিশুরা প্রযুক্তিপ্রিয় এবং জ্ঞান ও তথ্য তাঁদের নখদর্পণে। রাষ্ট্রপতি বলেন, তাঁদের সঠিক মূল্যবোধ শেখানোর চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কাজের পাশাপাশি শিশুদের প্রকৃতি ও পরিবেশের দিকেও নজর দিতে হবে।