নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : বরিষ্ঠ আইএএস আধিকারি গৌরব দ্বিবেদী সোমবার পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ছত্তিশগড় ক্যাডারের একজন ১৯৯৫-ব্যাচের অফিসার দ্বিবেদী দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছরের মেয়াদে থাকবেন। এর আগে, দ্বিবেদী সরকারের মাইগভইন্ডিয়া-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
শশী শেখর ভেম্পতি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রসার ভারতীর সিইও ছিলেন। ভেম্পতি তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ করার পর দূরদর্শনের মহাপরিচালক মায়াঙ্ক আগরওয়ালকে এবছরের জুন মাসে প্রসার ভারতীর সিইওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।