নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : সিবিআই শীঘ্রই ‘পলাতক’ আইআরএস অফিসার সন্তোষ কারনানির তথ্যদানের জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করবে। গত ৪ অক্টোবর থেকে ‘পলাতক’ আইআরএস অফিসার সন্তোষ কারনানি ৩০ লক্ষ টাকার ঘুষের মামলায় নাম প্রকাশের পর থেকে ‘পলাতক’ বলে সিবিআই কর্তারা জানিয়েছেন।
সিবিআইয়ের চারটি নোটিশের পরে তিনি “তদন্তে যোগ দেননি” বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি অফিসারের বিরুদ্ধে পরোয়ানা চেয়ে একটি বিশেষ আদালতে আবেদন করেছে। আহমেদাবাদে অতিরিক্ত আয়কর কমিশনার ক্লাস-১ হিসাবে দায়িত্বে থাকা এই অফিসার ৩ অক্টোবর শহরের এক বিল্ডারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ রয়েছে।