Saturday, January 18, 2025
বাড়িজাতীয়কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিহারের উন্নয়নে ক্রমাগত এগিয়ে চলেছে: নীতিন গড়করি

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিহারের উন্নয়নে ক্রমাগত এগিয়ে চলেছে: নীতিন গড়করি


পটনা, ১৪ নভেম্বর (হি.স.) : সোমবার প্রদীপ জ্বালিয়ে নৌহাট্টা ব্লক এলাকার বহুল প্রতীক্ষিত পান্ডুকা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং অন্যান্য নেতারা।

কেন্দ্রীয় মন্ত্রী গড়করি বলেন, পান্ডুকা এলাকায় এই সেতু নির্মাণের ফলে আশেপাশের অঞ্চলগুলি উপকৃত হবে এবং শিল্প, কৃষি এবং দুগ্ধজাত পণ্য বাজারে পৌঁছানো সহজ হবে। এতে সময় ও জ্বালানিও সাশ্রয় হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিহারের সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করার দিকে ক্রমাগত এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, বিহারের রাস্তা আমেরিকার রাস্তার চেয়ে ভাল হবে। আমি যা বলছি তা শতভাগ। আমি তেজস্বী জিকে রাস্তার পাশাপাশি জলপথের প্রকল্পগুলিতে দ্রুত কাজ করার আহ্বান জানাই। জলপথে ভ্রমণ কম ব্যয়বহুল। তিনি বলেন, উন্নয়নমূলক কাজে রাজনীতি করি না। এ দেশ আমাদের, উন্নয়ন হলে পুরো দেশের উন্নয়ন হবে। তিনি তেজস্বী যাদবকে বলেন, আপনার রাজ্যের সমস্ত প্রকল্পের বিষয়ে দিল্লিতে এসে আমার সাথে দেখা করতে, আমি আপনাকে সমস্ত প্রকল্পের জন্য সাহায্য করব।

তিনি বলেন, এই এলাকাকে বলা হয় চালের বাটি। এ অঞ্চল ও দেশের কৃষকদের শুধু খাদ্য সরবরাহকারীই নয়, শক্তি দাতাও হওয়া উচিত। আমি আমার জায়গায় ধানের মুসাল (শুঁটি) থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। গডকরি বলেন, দেশে ১৬ লাখ কোটি টাকার পেট্রোল ও ডিজেল আমদানি করা হয়। এর থেকে পরিত্রাণ পেলে এ দেশ সমৃদ্ধ হবে। চার থেকে পাঁচ লাখ কোটি টাকা যাবে কৃষকদের কাছে। তিনি বলেন, জনসংখ্যার ৬৫ শতাংশ গ্রামে বাস করে, তাই তরুণরা যাতে গ্রামে ফিরে আসে সেজন্য সব সুযোগ-সুবিধা থাকতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য