স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ নভেম্বর : হরিয়ানায় প্রকাশ্যে নাবালিকাকে লক্ষ্য করে পর পর গুলি চালাল এক যুবক। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে ওই নাবালিকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক তার পরিচিত। কিন্তু কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা।
সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় ওই যুবক তাকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে আচমকা বন্দুক বের করে তিনি ওই নাবালিকাকে লক্ষ্য করে পর পর গুলি চালান। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এরপরই ওই যুবক বাইকে চেপে সেখান থেকে চম্পট দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল।
সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় ওই যুবক তাকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে আচমকা বন্দুক বের করে তিনি ওই নাবালিকাকে লক্ষ্য করে পর পর গুলি চালান। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এরপরই ওই যুবক বাইকে চেপে সেখান থেকে চম্পট দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

