Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়ফের উত্তপ্ত মণিপুর! নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৪ কুকি জঙ্গি

ফের উত্তপ্ত মণিপুর! নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৪ কুকি জঙ্গি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ নভেম্বর : মঙ্গলবার সকাল থেকেই ফের উত্তপ্ত মণিপুর। চুড়াচাঁদপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র চার জঙ্গির। তবে পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন জঙ্গি পলাতক। তাদের খোঁজে চলছে তল্লাশি।

নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে আসে, চূড়াচাঁদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত খানপি গ্রামে কয়েকজন কুকি জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরই মঙ্গলবার ভোরে অভিযানে নামে বাহিনী। ঘিরে ফেলা হয় গোট গ্রাম। সূত্রের খবর, চিরুনি তল্লাশির সময় কোণঠাসা হয়ে পড়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় চার কুকি জঙ্গির। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ইতিমধ্যেই একটি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সম্প্রতি ইউকেএনএ-র জঙ্গিরা বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে। এক গ্রাম প্রধানকেও তারা খুন করেছে। এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বিঘ্নিত করার প্রচেষ্টা চালাচ্ছে তারা। ভারতীয় সেনা এবং অসম রাইফেলস নাগরিকদের সুরক্ষা প্রদানে এবং গোটা মণিপুরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য