Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়কংগ্রেসি পরিবারের বউমা থেকে বিজেপির মন্ত্রী, ঘরে-বাইরে চাপ সামলে আসল ‘স্যর’ জাদেজাপত্নী...

কংগ্রেসি পরিবারের বউমা থেকে বিজেপির মন্ত্রী, ঘরে-বাইরে চাপ সামলে আসল ‘স্যর’ জাদেজাপত্নী রিভাবা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ অক্টোবর : কংগ্রেসি পরিবারের বউমা থেকে বিজেপি সরকারের মন্ত্রী। এককথায় এটাই রিভাবা জাদেজার রাজনৈতিক জীবন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী হলেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন রিভাবা। বিজেপিতে যোগ দেওয়ার কারণে শ্বশুরবাড়িতেও লাগাতার কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। তবে হাল না ছেড়ে মন নিয়ে নিজের কাজ করেছেন। আজ গুজরাটের মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন তিনি।

২০২২ সালে প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন রিভাবা। তাঁর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন পরিবারে নিকটাত্মীয়রাই। দীর্ঘদিনের কংগ্রেসি জাদেজা পরিবারের সদস্য হয়ে রিভাবার বিজেপিতে যোগদানের বিষয়টি মেনে নিতে পারেননি তারকা ক্রিকেটারের বাবা-দিদি। প্রকাশ্যেই ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন জাদেজার দিদি নয়না। তিনি আরও বলেছেন, রিভাবা নির্বাচনী ফায়দা তুলতে নামের পরে জাদেজা পদবি ব্যবহার করছেন। তবে ইভিএমে সমস্ত অভিযোগের জবাব দিয়েছিলেন রিভাবা। পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে জামনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হন।
তবে বিধায়ক হয়েও বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রিভাবাকে। কখনও তথাকথিত আধুনিক পোশাক ছেড়ে শাড়ি পরে ক্রিকেট মাঠে যাওয়ার কারণে, কখনও বা আবার প্রকাশ্যে স্বামীকে প্রণাম করার জন্য। যাবতীয় সমালোচনা, পারিবারিক কটাক্ষের মধ্যেও অবশ্য স্বামীকে সবসময়ে পাশে পেয়েছেন রিভাবা। তাঁর পদাঙ্ক অনুসরণ করে বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। আবার স্বামীকে সমর্থন করতে ম্যাচের সময়ে গ্যালারি থেকে রিভাবাকে গলা ফাটাতে দেখা গিয়েছে।

রাজনীতি-বিবাহিত জীবনের চড়াই উতরাই পেরিয়ে এখন মন্ত্রী হলেন রিভাবা। প্রথম জীবনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন রিভাবা। তবে চাকরি নয়, সমাজসেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। বিশেষত মহিলাদের ক্ষমতায়ন এবং নারীদের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন। তৈরি করেছেন মাত্রুশক্তি চ্যারিটেবল ট্রাস্ট। এবার গুজরাটের মন্ত্রী হিসাবেও এই সেবামূলক কাজ চালিয়ে যাবেন রিভাবা, আশায় জামনগরবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য