স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ অক্টোবর : একমাসের ব্যবধানে ফের সেনাবাহিনীর উপর হামলা! মণিপুরে অসম রাইফেলসের উপরে হামলা হয় সেপ্টেম্বরে। এবার সন্ত্রাসবাদীদের নিশানায় সেনার গ্রেনেডিয়ার ইউনিট। বৃহস্পতিবার মধ্যরাতে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীরা হামলা চালায় অসমের সেনা ক্যাম্পে। তিনসুকিয়া জেলার কাকোপাথর এলাকা কেঁপে ওঠে গ্রেনেডের শব্দে। প্রায় একঘণ্টা ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে সেনার। আতঙ্ক ছড়ায় সাধারণ নাগরিকদের মধ্যে। সন্দেহের তির আলফা (স্বাধীন)-এর দিকে। বিশেষজ্ঞদের ধারণা ফের অসমে মাথাচাড়া দিচ্ছে আলফা, তা পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন এই জঙ্গি সংগঠন হামলা চালিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কাকোপাথরে সেনার ১৯ গ্রেনেডিয়ার ইউনিটের ক্যাম্পে হামলা চালানো হয়েছে। তিনটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার দিয়ে আক্রমণ করে আলফা। সেনার মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় তিন জওয়ান আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, মধ্যরাতের পরে তাঁরা হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান। দুমদুমার দিক থেকে ট্রাকে করে আসে হামলাকারীরা। ক্যাম্পে হামলা চালিয়ে অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে যায় তারা।
দ্রুত এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। যৌথ অভিযানে নোয়া ধিঙ্গি নদীর টেঙ্গাপানি ঘাটে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সীমান্তবর্তী এলাকায় টহলদারি বাড়িয়েছে সেনা। অসম-অরুণাচল সীমানার কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
প্রসঙ্গত, ঠিক একমাস আগে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালাল বন্দুকবাজের দল। এই অতর্কিত হামলায় শহিদ হন ২ জওয়ান। পাশাপাশি আহত হন আরও অন্তত ৬ জন। প্রশাসনের তরফে জানানো হয়, মণিপুরের বিষ্ণুপুর জেলার এই হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের দল।

